সাত সকালে আগুন কোলকাতা মেডিক্যাল কলেজে।
নজরবন্দি ব্যুরোঃ আবার
আগুন কোলকাতাতে। এবার মেডিক্যাল কলেজে বিধ্বংসী আগুন। সকাল আটটা নাগাদ এই আগুন লাগে বলে জানা গিয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, মেডিক্যাল কলেজের ভিতরে ওষুধের দোকান থেকে এই আগুন ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ১০ টি ইঞ্জিন। এদিকে ওই অগ্নিকাণ্ডের জেরে, হাসপাতালের জরুরি বিভাগের সামনে হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কের পরিবেশ তৈরি হয় হাসপাতাল চত্বর জুড়ে।
ঝুঁকি না নিয়েই একের পর এক রোগীদের হাসপাতাল থেকে বের করে আনা হচ্ছে। মেদিক্যাল কলেজের এমসিএইচ বিল্ডিং-এ আগুন লেগেছে।
