Header Ads

পুলিশ সরে যাওয়ার পর পিঠের চামড়া গুটিয়ে নুন মাখিয়ে দেব! হুমকি দিলেন দিলীপ ঘোষ।



নজরবন্দি ব্যুরো: আগে বহু বার বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কুকথার জন্য রাজনৈতিক মহলে সমালোচিত হয়েছেন।
কিন্তু তিনি বার বার বুঝিয়ে দিয়েছেন তিনি শোধরাবর পাত্র নয়। এদিন ইসলামপুরের প্রকাশ্য জনসভা থেকে তৃণমূল নেতা-নেত্রীকে মারধরের হুমকি দিলেন তিনি। হুমকি দিলেন, "বদল হলে বদলা হবে।"

আজ ইসলামপুরে জনসভায় যোগ দিতে যান বিজেপি রাজ্য সভাপতি। সেই জনসভাতেই শাসক দল তৃণমূলের উদ্দেশ্যে হিংসার রাজনীতির কথা শোনালেন দিলীপ বাবু। তিনি বলেন, "যেদিন বিজেপি এখানে রাজত্ব করবে, চিত্কার করতে থাকবেন। কেউ দেখা করতে যাবে না। রাস্তা দিয়ে দৌড় করাব। কেউ জলও দেবে না।" এর পর দিলীপ ঘোষ বলেন, "আমরা বদলা নেবই। পিছন থেকে পুলিশ সরে যাওয়ার পর পিঠের চামড়া গুটিয়ে নুন মাখিয়ে দেব। ওষুধ লাগাতে দেব না।"
Theme images by lishenjun. Powered by Blogger.