Header Ads

বিজেপির টিকিটে লোকসভা ভোটে দাঁড়াতে পারেন ধোনি-গম্ভীর।



নজরবন্দি ব্যুরোঃ  ক্রিকেট থেকে রাজনীতিতে আসা কোন নতুন ঘটনা নয়। কীর্তি আজাদ থেকে চেতন চৌহান,সিধু থেকে শুরু করে মহম্মদ আজহারউদ্দিন। আবার রাজ্যস্তরে মন্ত্রিত্ব পেয়েছেন প্রাক্তন বাংলা অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লা 
এমন কি  সচিন তেন্ডুলকর সরাসরি রাজনীতির মঞ্চে পা না দিলেও রাজ্যসভার সাংসদ ছিলেন এবার তাঁদের সাথে যুক্ত হতে চলেছে আরও দুই ক্রিকেট নক্ষত্রের নাম। একজন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি আর অন্যজন গৌতম গম্ভীর। এবার  বিজেপির টিকিটে লোকসভা ভোটে দাঁড়াতে পারেন এই দুই ক্রিকেটার।বিজেপির অন্দরমহলে গম্ভীরের নাম বেশ কিছুদিন ধরেই ঘোরাফেরা করছে পাশাপাশি ধোনিকে প্রস্তাব দেওয়া হয়েছে নিজের রাজ্য ঝাড়খণ্ড থেকে প্রতিনিধিত্ব করার শেষমেশ ধোনি ভোটে দাঁড়াতে সম্মত হলে সন্দেহ নেই সেটাই হবে লোকসভা নির্বাচনে বিজেপির সেরা চমক



গম্ভীরকে দিল্লি থেকে মীনাক্ষি লেখির পরিবর্ত হিসাবে ভোটে দাঁড় করাতে চায় বিজেপি নেতৃত্ব। মীনাক্ষির কাজে অসন্তুষ্ট বিজেপির অন্দরমহল। সেখানে গম্ভীরের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই। ক্রিকেটের পাশাপাশি সামাজিক কাজে নিজেকে সারাক্ষণ জড়িয়ে রাখেন গম্ভীর তবে ধোনিকে নিয়ে সমস্যা আছে কারণ ২০১৯ লোকসভা নির্বাচনের সময় বসবে আইপিএলের আসর চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছেড়ে নিজেকে ভোটের কাজে ব্যস্ত রাখতে মাহি সম্মত হবেন কী না, তা নিয়ে সংশয় থেকেই যায়


Theme images by lishenjun. Powered by Blogger.