অবশেষে কালিপুজোর আগেই চমক। খুলে যাচ্ছে দক্ষিণেশ্বর স্কাইওয়াক।
নজরবন্দি ব্যুরোঃ অবশেষে অপেক্ষার অবসান হল। ৫ নভেম্বর উদ্বোধন হবে দেশের অন্যতম আধুনিক স্কাইওয়াক। দক্ষিনেশ্বর মন্দিরের সামনে তৈরি এই স্কাইওয়াক অবশেষে খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য।
২০১৫ সালের মার্চে দক্ষিণেশ্বরের মন্দির চত্বরে এই স্কাইওয়াকের শিলান্যাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্কাইওয়াকটির বাজেট ছিল ৬৫ হাজার টাকা। ৪০০ মিটার দৈর্ঘ্য ও সাড়ে ১০ মিটার প্রস্থ বিশিষ্ট এই স্কাইওয়াক নির্মানের দায়িত্বে ছিল ফোরাম ইন্টারন্যাশনাল।
এটিতে ওঠার জন্য ৮টি সিড়ি, ১২টি চলমান সিড়ি ও ৪টি লিফট রয়েছে। দূর্গাপুজোর আগেই খুলে দেওয়ার কথা ছিল এই স্কাইওয়াক। তবে তা সম্ভব হয়নি। তবে কালিপুজোর সময় ৫ নভেম্বর তা খুলে দেওয়া হবে সকলের জন্য।
২০১৫ সালের মার্চে দক্ষিণেশ্বরের মন্দির চত্বরে এই স্কাইওয়াকের শিলান্যাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্কাইওয়াকটির বাজেট ছিল ৬৫ হাজার টাকা। ৪০০ মিটার দৈর্ঘ্য ও সাড়ে ১০ মিটার প্রস্থ বিশিষ্ট এই স্কাইওয়াক নির্মানের দায়িত্বে ছিল ফোরাম ইন্টারন্যাশনাল।
এটিতে ওঠার জন্য ৮টি সিড়ি, ১২টি চলমান সিড়ি ও ৪টি লিফট রয়েছে। দূর্গাপুজোর আগেই খুলে দেওয়ার কথা ছিল এই স্কাইওয়াক। তবে তা সম্ভব হয়নি। তবে কালিপুজোর সময় ৫ নভেম্বর তা খুলে দেওয়া হবে সকলের জন্য।