Header Ads

ডিএ মামলায় আবার কোনঠাসা রাজ্য সরকার। এবার স্যাটের কাছে ভর্ৎসিত হল সরকার।

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা হাইকোর্টের তরফে রাজ্য সরকারি কর্মচারিদের ডিএ মামলা এই মুহূর্তে স্যাটের কাছে স্থানান্তরিত।
রাজ্যের সরকারি কর্মীরা চেন্নাইয়ের ইউথ হস্টেল কিংবা দিল্লির বঙ্গীয় ভবনে কর্মরত কর্মীদের সমান হারে ডিএ পাবেন কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত জানাতে গিয়ে রাজ্য সরকারের কাছে হলফনামা চায় স্যাট। তিন সপ্তাহের সময়ও দেওয়া হয় সরকারকে।

২৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হলেও নির্ধারিত সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও তা জমা দিতে পারেনি সরকার। বৃহস্পতিবার এই বিষয়ে সরকারি আইনজীবী অপূর্বলাল বসু জানান, প্রায় ২৮ বছরের পুরনো ফাইল এখন খুঁজে পাওয়া যাচ্ছে। এদিন আরও দু সপ্তাহ সময় চান সরকারি আইনজীবী। এরপরেই স্যাটের তরফে সরকারকে তিরস্কার করে জানিয়ে দেওয়া হয়, আর হলফনামা জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে না সরকারকে। সেই সাথে এও বলা হয়, আগামি ১৪ নভেম্বর থেকে স্যাটে ডিএ মামলার শুনানি শুরু হবে।
Loading...
lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.