Header Ads

পুজোর অনুদানে স্থগিতাদেশ বহাল রাখল আদালত!


নজরবন্দি ব্যুরো: পুজো আয়োজক কমিটিকে রাজ্য সরকারের অনুদান দেওয়ার বিষয়টি নিয়ে স্থগিতাদেশ বহাল রাখল কলকাতা হাইকোর্ট।
এর আগেই এই বিষয়টি নিয়ে অন্তঃবর্তী স্থগিতাদেশ জারি করেছিল আদালত। মঙ্গলবার সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল। সেই মর্মেই স্থগিতাদেশ বহাল রাখল আদালত। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ বজায় থাকবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। 

মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বহাল থাকবে এই স্থগিতাদেশ। অনুদান দেওয়ার বিষয়টি নিয়ে আগামীকাল ও পরশু ফের শুনানি হবে। এদিন আদালতে অনুদান প্রসঙ্গে নয়া ব্যাখ্যা দিয়েছিল রাজ্য সরকারের আইনজীবী। রাজ্যের দাবি নিরাপত্তার কারণে এই টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়। আগেই এই অনুদানের বিষয় নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন তুলেছিল হাইকোর্ট। তার উত্তরে আজ নিরাপত্তার কারণের জন্য ১০,০০০ টাকা ধার্য করা হয়েছিল, হাইকোর্টে জানিয়েছিলেন রাজ্যের আইনজীবী। 
Theme images by lishenjun. Powered by Blogger.