অজ্ঞাত পরিচয় মহিলার সঙ্গে হোয়াটস অ্যাপে কথা,ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত। বিপাকে চেতন ভগত।
নজরবন্দি ব্যুরোঃ অজ্ঞাত পরিচয় এক মহিলার সঙ্গে হোয়াটস অ্যাপে কথা বলতেন
বিখ্যাত লেখক চেতন ভগত।
কথপকথনে থাকত ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত।
তবে মহিলার তরফে উল্টোদিকের প্রস্তাবে সাড়া দেওয়ার ইঙ্গিত ছিল না। এবার সেই কথপকথনে স্কিনশট সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়ল দাবানলের মতো। এর পরই শুরু হয় তীব্র নিন্দা, আলোচনা। বেগতিক বুঝে নিজেই সামনে এসে পরিস্থিতির মোকাবিলা করলেন চেতন। রাখঢাকের চেষ্টা না করে সেই কথোপকথনের সত্যতা স্বীকার করে নিলেন। বললেন, ''ঘটনাটা কয়েক বছর আগেকার।
তবে তখন আমি বিবাহিত। আমি প্রথমেই সেই মহিলার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের যদি আমার বলা ওই কথাগুলো ভুল বলে মনে হয় তা হলে আমি ক্ষমাপ্রার্থী। আমি সেই মহিলার সঙ্গে বেশ কয়েকবার দেখা করি। একটা সময় পর আমরা ভাল বন্ধুও হয়ে যাই। আমি সব সময় ওর প্রতি টান অনুভব করতাম। কারণ ও একজন ভাল মনের মানুষ। হয়তো কিছুদিনের জন্য আমি দিকভ্রষ্ট হয়েছিলাম। আর সে জন্য আমি আমার স্ত্রী অনুষার কাছে ক্ষমাও চেয়ে নিয়েছি।''
