পাকিস্তানকে ১৯ গোলে ধরাশায়ী করল ভারতের মেয়েরা।
নজরবন্দি ব্যুরোঃ খেলার মাঠে ফের ভারতের কাছে ধরাশায়ী পাকিস্তান। পাক দুর্গ গুড়িয়ে দিয়ে গোটা দেশকে গর্বিত করল ভারতের মেয়েরা। একটা বা দুটো নয়, পাকিস্তানকে ভারত দিল ১৮ টি গোল। মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়ান ফুটবল।
আগে অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবলেও এই দু'টো দলই এক গ্রুপে ছিল। ভারত ব্রোঞ্জ জেতে। এবারও শুরুটা তারা দারুণ করল। পাকিস্তানিদের উপর তারা প্রথম থেকেই চেপে বসল। হাফ টাইমেই ন'গোল দেয় ভারত। সব মিলিয়ে ম্যাচের ফল ১৮-০। ভারতের হয়ে পাঁচটি গোল রেণুর।
পাঁচটি গোলই তিনি করেন দ্বিতীয়ার্ধে। এছাড়াও হ্যাটট্রিক করেন মনীষা। ভারতীয় কোচ অ্যালেক্স অ্যামব্রোস আগের দিনই বলেছিলেন, জয় ছাড়া কিছু ভাবছেন না। বুধবার জেতার পর বললেন, "এমন একটা জয় সবসময়ই বাড়তি মোটিভেশনের কাজ করে। আশা করব, পরের ম্যাচগুলোতে এই বড় জয়ের ধারা বজায় রাখতে পারবে মেয়েরা।"
