হাই-কম্যান্ডের নির্দেশ কর্মীদের কাছে পৌঁছে দিতে বৈঠকের ডাক প্রদেশ কংগ্রেস সভাপতির!
নজরবন্দি ব্যুরো: বাংলায় ভেঙে পড়া কংগ্রেসের সংগঠনকে চাঙ্গা করতে রাহুল গান্ধীর ভরসা বার্ষীয়ান সোমেন মিত্র। প্রায় কুড়ি বছর বাদে দায়িত্ব হাতে পেয়ে ঘর গোছাতে ব্যস্ত এই প্রবীণ নেতা।
সেই লক্ষ্যেই প্রদেশে কংগ্রেসের নতুন কমিটির সঙ্গে বৈঠকে বসছেন নয়া সভাপতি সোমেন মিত্র। জানা গিয়েছে এই মাসের ৯ তারিখ বেলা তিনটের সময় বিধান ভবনে হবে এই বৈঠক। প্রদেশ কংগ্রেসের দায়িত্ব নেবার পর কর্মীদের সঙ্গে এটাই প্রথম মুলাকাত।
শনিবার দিল্লির প্রদেশ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন দলের সভাপতি রাহুল গান্ধী। সেখানেই তাঁর বার্তা, ‘‘সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।’’ ওই বৈঠকে ছিলেন প্রদেশে কমিটির ১১ জন সদস্যই। কিন্তু হাই-কম্যান্ডের এই লড়াকু মনোভাব এবার নিজেই সহযোগীদের কাছে পৌঁছে দিতে চান সোমেন-বাবু।
