নন্দীগ্রাম আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মন্ত্রী শুভেন্দু।
নজরবন্দি ব্যুরো: নন্দীগ্রামের আন্দোলনের সময় বহু পরিবার নিজের প্রিয়জনকে হারিয়ে ছিল। সেই সব পরিবারের পাশে দাঁড়ালেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পরিবহণ ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী।
জমি আন্দোলনে নিহত ও নির্যাতিত পরিবারের হাতে বস্ত্র ও উপহার তুলে দিলেন শুভেন্দু বাবু। এরই সাথে উপহার তুলে দেওয়া হয় নন্দীগ্রামের প্রতিটি পঞ্চায়েত এলাকার মানুষের হাতেও। এদিন নন্দীগ্রামে জানকীনাথ মন্দির সংলগ্ন মাঠে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানা গিয়েছে।
