Header Ads

মি টু ক্যাম্পেইনের ঝড়ের কবলে এবার গায়ক কৈলাশ খের। মুখ খুললেন সোনা মহাপাত্র।


নজরবন্দি ব্যুরোঃ   এযেনো ঠগ বাছতে গাঁ উজাড়।মি টু ক্যাম্পেইনের জেরে একরে পর এক বলিউড হস্থি বিপাকে। এবার জনপ্রিয় গায়ক কৈলাশ খেরের বিরুদ্ধে মুখ খুললেন সোনা মহাপাত্র।
তিনি বলেন, কৈলাশ খেরের সঙ্গে এক সময় অনুষ্ঠান করার কথা ছিল সোনার। অনুষ্ঠানের সময় হাজির হওয়ায়, কৈলাশ নাকি তাঁর পায়ের উরুর উপর হাত রাখেন। এবং বলতে শুরু করেন, ‘তুমি কত সুন্দর। তোমায় অভিনেতা না বানিয়ে যে গায়িকা তৈরি করা হয়েছে, এর জন্য ধন্যবাদ’।  সোনার অভিযোগ, মুম্বইয়ের একটি ক্যাফেতে প্রথম কৈলাশ খেরের সঙ্গে দেখা হয় তাঁর।

 আর সেখান বসেই নাকি সোনার সঙ্গে অসভ্যতা শুরু করেন কৈলাশ খের। 'তুম মেরি পাগলি হো, মেরি যোগি হো' বলেও নাকি সোনার সামনে অহরহ বলতে শুরু করেন কৈলাশ খের।এরপর ঢাকায় একটি অনুষ্ঠানে গিয়েও কৈলাশ তাঁর ঘরে সোনাকে আমন্ত্রণ করেন। আর সেখানে গিয়েও বার বার সোনাকে তাঁর হোটেলের ঘরে যাওয়ার জন্য নাকি চাপ দিতে শুরু করেন বলিউডের এই জনপ্রিয় গায়ক। 

Theme images by lishenjun. Powered by Blogger.