Header Ads

তৃণমূলের দেওয়া শর্ত মানতে নারাজ কংগ্রেস! ব্রিগেড সমাবেশে যাওয়া নিয়েও ধোঁয়াশা



নজরবন্দি ব্যুরো: সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগে সারা দেশে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়া নিয়ে তৃণমূলের প্রস্তাব উড়িয়ে দিল কংগ্রেস।
কলকাতায় কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা জানান, সারা দেশে একের বিরুদ্ধে এক ফর্মুলা নির্ধারণ করা সম্ভব নয়। এটা করতে হবে রাজ্যভিত্তিক। এসম্পর্কে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, তৃণমূল নেত্রী যে পথের কথা বলেন, তা সবসময় সঠিক বলে প্রমাণিত হয়েছে।

এর পর তিনি আরও জানান, রাজ্যে তৃণমূলের মঞ্চে যোগ দেওয়া নিয়ে কোনও কথা বলতে গেলে আগে প্রদেশ কংগ্রেসের সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেবে হাইকমান্ড। জানুয়ারিতে তৃণমূলের ব্রিগেড সমাবেশে যোগ দেওয়া নিয়ে বলতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

Theme images by lishenjun. Powered by Blogger.