Header Ads

এখনও পাঠকদের কাছে সমান জনপ্রিয় বুদ্ধ বাবুর লেখা বই, তিন দিনেই আউট অফ স্টক!



নজরবন্দি ব্যুরো: এতোটা কল্পনা করেনি প্রকাশনা সংস্থা। এই বইটির এতটা চাহিদা হবে ভাবতেও পারেননি সিপিআই(এম) নেতৃত্ব। বই প্রকাশের  তিন দিনের মধ্যেই শেষ হয়ে গেল ন্যাশনাল বুক এজেন্সি (এনবিএ) থেকে প্রকাশিত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের লেখা বই ‘নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু।’

পুজোর সময় রাজ্যের বিভিন্ন জায়গায় বুক স্টল খোলে সিপিআই(এম)। এনবিএ-এর এক কর্তার কথায়, আর সেই কথা মাথায় রেখে এই সময়টাকে বাছা হয় বই প্রকাশের জন্য। ছাপাখানা থেকে বই বাজারে আসতেই তিন দিনের মধ্যে শেষ হয়ে গেল প্রথম সংস্করণের সমস্ত কপি। এনবিএ-এর তরফে অনিরুদ্ধ চক্রবর্তী বলেন, “আমরা আশা করিনি এই বই এর এতোটা চাহিদা হবে।” তিনি আরও জানান, “এখন বইটি আউট অফ স্টক। দ্বিতীয় সংস্করণ ছাপা হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায়।” তাঁর আশা, শুক্র-শনিবার থেকে এই বই আবার বাজারে পাওয়া যাবে। 
Loading...
lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.