আবার অশান্ত গুজরাট, মোদীর রাজ্য ছাড়ছেন হাজার হাজার হিন্দিভাষী!
নজরবন্দি ব্যুরো: গুজরাটে আবার ছড়াচ্ছে হিংসা। প্রধানমন্ত্রীর রাজ্য ছাড়ার সঙ্গে সঙ্গে গুজরাট থেকে 'সুশাসন'ও বিদায় নিয়েছে, বিরোধীরা সে অভিযোগ করছে বেশ কিছুদিন ধরেই।
তাদের যুক্তি, সুশাসন থাকলে রুজি রুটির টানে রাজ্যে আসা শ্রমিকদের উপর কেন হামলা চালাবেন গুজরাটিরা? আর সেসব দেখে প্রশাসনই বা কেন নীরব থাকছেন!
অভিযোগ, গুজরাটের বিভিন্ন প্রান্তে এখন স্থানীয়দের হাতে আক্রান্ত হচ্ছেন বিহার, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ থেকে আসা হিন্দিভাষীরা। গত ২৮ সেপ্টেম্বর সবরকণ্ঠার জেলার হিম্মতনগরের কাছে ১৪ মাসের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। আর তার পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় হামলা শুরু হয়েছে। মূলত ৬ টি জেলায় হিংসা ছড়িয়েছে, এর মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি মেহসানা ও সবরকণ্ঠার। গান্ধীনগর, পাটান এবং আমেদাবাদ থেকে হামলার অভিযোগ উঠছে। ইতিমধ্যেই কয়েক হাজার হিন্দিভাষী গুজরাট ছেড়েছেন। এখনও বহু মানুষ ফিরে যাচ্ছেন নিজের রাজ্যে। যদিও, প্রশাসন এই হামলার অভিযোগ অস্বীকার করেছেন।
