ফের খাদে গাড়ি। সিকিমে মৃত ৫ বাঙালি পর্যটক।
নজরবন্দি ব্যুরোঃ ফের খাদে গাড়ি। মৃত পাঁচ বাঙালি পর্যটক। সিকিমের নয়াবাজার এলাকার ঘটনা। মৃত ও আহতরা প্রত্যেকেই উত্তর ২৪ পরগণার বাসিন্দা।
গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ একদল পর্যটক জাইলো গাড়ি করে কালুক যাচ্ছিলেন। নয়াবাজারের কালুকবোটে এলাকায় গাড়িটি হঠাৎ উল্টে গিয়ে প্রায় ১০০ মিটার গভীরে একটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ জনের। বাকিদের মঙ্গলবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও নামচি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ একদল পর্যটক জাইলো গাড়ি করে কালুক যাচ্ছিলেন। নয়াবাজারের কালুকবোটে এলাকায় গাড়িটি হঠাৎ উল্টে গিয়ে প্রায় ১০০ মিটার গভীরে একটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ জনের। বাকিদের মঙ্গলবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও নামচি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
