Header Ads

নভেম্বরেও ১১ দিন! পুজোর মরশুমে রাজ্যসরকারী কর্মীরা ছুটি পাচ্ছেন প্রায় এক মাস!!

নজরবন্দি ব্যুরোঃ দুর্গা পুজো উপলক্ষে রাজ্য সরকারি কর্মীরা অক্টোবরে টানা ১৬ দিন ছুটির সুযোগ পাবেন যদি মাত্র একটা দিন মাঝে অফিস কামাই করেন। সেটা এই অক্টোবর মাসেই। অন্যদিকে ডাবল ডিজিট ক্রস না করলেও নভেম্বর মাসেও থাকছে টানা ৯ দিন ছুটির সুযোগ। কিভাবে? 

দেখে নিন কালীপুজো আর ভাইফোঁটার সময় রাজ্য সরকার ৬ নভেম্বর মঙ্গলবার থেকে ৯ নভেম্বর শুক্রবার পর্যন্ত সরকারি কর্মীদের ছুটি দিয়েছে, শনি আর রবি এমনিতেই সাধারণ ছুটি! সুতরাং ফিরে আসুন ৩ আর ৪ নভেম্বরে, শনি - রবি ছুটির দিন, এবার যদি কেউ সোমবার ৫ নভেম্বর ছুটি নেন তাহলে ছুটির ব্যাপারটা দাঁড়াচ্ছে ৩ নভেম্বর থেকে ১১ই নভেম্বর অর্থাৎ ৯ দিন! 

এবার ১২ই নভেম্বর অফিস খোলার পরের দিন ১৩ই নভেম্বর ছট পুজার ছুটি! অর্থাৎ ১২ তারিখ ছুটি নিয়ে নিলে ছুটি বেড়ে দাঁড়াচ্ছে ১১ দিনে!
সুতরাং বছরের এই উৎসবের মরশুমে সরকারি কর্মীরা ২ দফায় ৩ দিন কামাই করলে টানা ছুটি পাচ্ছেন যথাক্রমে ১৬ দিন এবং ১১ দিন অর্থাৎ ২৭ দিন! 
Loading...
lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.