Header Ads

"বন্ধ করে সমস্যার সমাধান করা যায়না!!" মুখ্যমন্ত্রী হয়ে বুঝলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

নজরবন্দি ব্যুরো: এই রাজ্য থেকে বনধকে সমর্থন করা হয়নি। তাই বনধের প্রভাব পড়েনি এখানে। আজ ভারত বনধ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

 আজ নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বনধ প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়।  তিনি বলেন, "আমাদের এখানে প্রভাব পড়েনি বনধের,  কারণ আমরা সাপোর্ট দিইনি তাই। আমরা নীতিগতভাবে বনধ চাই না।  আমি মনে করি বনধ একদম শেষে করা উচিত। আজকের দিনে বনধ করে সমস্যার সমাধান করা যায় না।"

উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে ২০১১ সালে ক্ষমতায় আসার আগে পর্যন্ত ৭৩ টা বন্ধ ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.