লাভ জেহাদের সংস্কৃতি এবার বঙ্গে! হিন্দু মেয়েদের জন্য ফতোয়া বিশ্ব হিন্দু পরিষদের!
নজরবন্দি ব্যুরোঃ সামনেই ২০১৯ এর লোকসভা ভোট ।
তাই ভোট বৈতরণী পার হতে বিজেপি হাতের তাস হিসেবে বিশ্ব হিন্দু পরিষদকে ব্যবহার করতে চাইছে। বছর তিনেক আগেও বাংলার মানচিত্রে বিশ্ব হিন্দু পরিষদের প্রভাব সেভাবে দেখা যায়নি।
কিন্তু এখন দিন দিন বাংলার বুকে এই কট্টর হিন্দুত্ববাদী সংগঠনটির প্রভাব বাড়ছে।বিজেপির মতো সম-মনোভাবাপন্ন দলগুলিও সাংগঠনিক ক্ষমতা বাড়াতে মরিয়া। আর সংগঠন মজবুত করতে ভিএইচপির অস্ত্র ধর্ম, অভিযোগ তুলছে বিরোধীরা। তারই ফলস্বরূপ এই হিন্দুত্ববাদী সংগঠনটি পুজোর আগেই রাজ্যের স্কুল-কলেজে বিশেষ অভিযান শুরু করেছে। রাজ্যের প্রতিটি স্কুল কলেজে গিয়ে ধর্মীয় রীতিনীতির প্রচার চালানোর চেষ্টা করছে বিশ্ব হিন্দু পরিষদ। আর তারই ফল স্বরূপ বিদ্যালয়-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে লাভ জেহাদের প্রবণতা রুখতে একগুচ্ছ নির্দেশিক জারি করল এই হিন্দুত্ববাদী সংগঠন।
রাজ্যের প্রতিটি স্কুল কলেজে গিয়ে ধর্মীয় রীতিনীতির প্রচার চালানোর চেষ্টা করছে বিশ্ব হিন্দু পরিষদ। অভিযানটিতে মোট ৭৫,০০০ স্বেচ্ছাসেবক নামানো হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের আহ্বায়ক সৌরিশ মুখোপাধ্যায় বলেন, এই অভিযানকে সফল করতে বজরং দলের ৪০,০০০ এবং দুর্গা বাহিনীর ৩৫,০০০ স্বেচ্ছাসেবক এই কাজ শুরু করে দিয়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুল- কলেজে গিয়ে এই স্বেচ্ছাসেবকেরা লাভ জেহাদের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। পড়ুয়াদের বোঝানো হচ্ছে 'লাভ জেহাদ' কী এবং এটা হিন্দুদের জন্য কতটা ক্ষতিকারক।
বিশ্ব হিন্দু পরিষদের তরফে বারবার দাবি করা হচ্ছে যে, তাঁরা কখনই ভালোবাসার বিরোধী নয়। কিন্তু ভালোবাসার নামে যেভাবে হিন্দু মেয়েদের ধর্মান্তরিত করা হচ্ছে তার বিরোধিতা করছেন তাঁরা। তাদের তরফে হিন্দু মেয়েদের বোঝানোর চেষ্টা চলছে, যাতে তারা নিজেদের রক্ষা করতে পারে লাভ জেহাদ থেকে। স্কুল কলেজে লিফলেট বিলি করে প্রচার চালানো হচ্ছে। প্রচারপত্রে লাভ জেহাদ থেকে কীভাবে মেয়েরা নিজেদের রক্ষা করবে তা উল্লেখ থাকছে।

No comments