"দাবি না পূরণ হলে শেষ রক্তবিন্দুটুকুও দিয়ে লড়াই শুরু হবে" হুঁশিয়ারি দিলেন আপারের পরীক্ষার্থীরা!
নজরবন্দি ব্যুরো: আপার প্রাইমারীর পরীক্ষা ও রেজাল্ট আগে হওয়া সত্বেও তিন বছর আটকে রাখা হয়েছে এই পরীক্ষার নিয়োগ। কমিশনের একটিই যু্ক্তি, নবম থেকে দ্বাদশের রেজাল্ট প্রকাশিত হলে সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী কে আপারে নিয়োগ করা হবে। এসএসসি- র আধিকারীকদের আশ্বাস মতন আপার পাশ চাকরি প্রার্থীরা এতদিন অপেক্ষা করেছে।
এখন নবনিযুক্ত নবম থেকে দ্বাদশের কোনও প্রার্থী যেন আপারের একটি আসন ও ব্লক করতে না পারে তা কমিশনকে নিশ্চিত করতে হবে। আর তা না হলে আপারের প্রার্থীরা তাদের হারানো বছরগুলির হিসাব কমিশনের কাছে থেকে বুঝেনিতে চাইবে। এমনটাই জানালেই এক চাকরি প্রার্থী। নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক চাকরি প্রার্থী বলেন, "অনেক হয়েছে , আর নয়, আগামী ২৫ তারিখের আন্দোলনে এই দাবী জোরালো ভাবে উত্থাপন করা হবে।
যদি এই দাবী কমিশন মেনে না নেয় তাহলে প্রথমে শিক্ষামন্ত্রী পার্থ-বাবুর কাছে দরবার করা হবে। সেখানে কোনো সুরাহা না মিললে মাননীয়া মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা হবে। সেখানেও কোনও আশার আলো না পেলে অবশেষে আইনিপথে শরীরের শেষ রক্তবিন্দুটুকুও দিয়ে লড়াই শুরু হবে।"
এখন নবনিযুক্ত নবম থেকে দ্বাদশের কোনও প্রার্থী যেন আপারের একটি আসন ও ব্লক করতে না পারে তা কমিশনকে নিশ্চিত করতে হবে। আর তা না হলে আপারের প্রার্থীরা তাদের হারানো বছরগুলির হিসাব কমিশনের কাছে থেকে বুঝেনিতে চাইবে। এমনটাই জানালেই এক চাকরি প্রার্থী। নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক চাকরি প্রার্থী বলেন, "অনেক হয়েছে , আর নয়, আগামী ২৫ তারিখের আন্দোলনে এই দাবী জোরালো ভাবে উত্থাপন করা হবে।
যদি এই দাবী কমিশন মেনে না নেয় তাহলে প্রথমে শিক্ষামন্ত্রী পার্থ-বাবুর কাছে দরবার করা হবে। সেখানে কোনো সুরাহা না মিললে মাননীয়া মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা হবে। সেখানেও কোনও আশার আলো না পেলে অবশেষে আইনিপথে শরীরের শেষ রক্তবিন্দুটুকুও দিয়ে লড়াই শুরু হবে।"

No comments