ট্রাম্পের উদ্দাম যৌনতা নিয়ে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিলেন এই পর্ণ স্টার।
নজরবন্দি
ব্যুরোঃ একটি বই যার
নাম 'অরেঞ্জ হেড' । যাতে লেখা ট্রাম্পের 'অন্দরমহলের কুকীর্তির কথা। বইটির পাতায়-পাতায় রয়েছে উদ্দাম যৌনতা, সুদৃশ্য কামরার ভিতর জ্বলে ওঠা কামনা-বাসনার আগুন। বইটির লেখিকা পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলস। ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ এনে শোরগোল ফেলে দিয়েছিলেন এই লাস্যময়ী।
কয়েকদিন আগেই ট্রাম্পের সঙ্গে সম্পর্কের কথা তুলে ধরে 'ফুল ডিসক্লোজার' নামের একটি আত্মজীবনী প্রকাশ করেন স্টর্মি ড্যানিয়েলস। বইটির পাতায় ট্রাম্পের সঙ্গে তাঁর অভিসার ও মার্কিন রাষ্ট্রপতির মিথ্যাচারের কথা তুলে ধরেন ওই পর্ন তারকা। 'দ্য গার্ডিয়ান'-এর মতে, বইটিতে স্টর্মি দাবি করেছেন, তিনি স্বপ্নেও ভাবেননি ট্রাম্প প্রেসিডেন্ট পদে আগ্রহী। ২০০৬ সাল থেকেই একাধিকবার ট্রাম্পের সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েছিলেন তিনি। কখনও বিলাসবহুল হোটেলে, কখনও ট্রাম্পের পেন্ট হাউসে।
বইটিতে এক জায়গায় ট্রাম্পের সঙ্গে অভিসারের বর্ণনা দিয়েছেন স্টর্মি। তিনি লিখেছেন, "আমাকে বিছানায় উলঙ্গ করেন ট্রাম্প। তারপর একে একে নিজের জামা-কাপড় খুলে ফেলেন। আমার দু'টি স্তনের দিকে তাকিয়ে রীতিমতো লালা ঝড়ছিল তাঁর মুখ থেকে। আমার স্তনে মুখ দেন তিনি। আমার মনে হয়েছিল এ কী করছি আমি। এমন একজন লোকের সঙ্গে সঙ্গম করছি আমি। ট্রাম্পের পুরুষাঙ্গটি দেখতে অদ্ভুত ছিল। ঠিক যেন ব্যাঙের ছাতা। আকারে তা অনেকটাই ছোট। তবে সেটির ব্যবহার ভাল করেই জানেন ট্রাম্প।
স্টর্মির আরও অভিযোগ, একটি রিয়ালিটি শোয়ে তাঁকে জালিয়াতি করে জিতিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন ট্রাম্প। সব মিলিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য রয়েছে ওই লাস্যময়ীর আত্মজীবনীতে। ইতিমধ্যে সমস্ত অভিযোগ সাজানো বলে উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস। স্বাভাবিকভাবেই ক্লিন্টন-লেউইনস্কি কেলেঙ্কারির পুনরাবৃত্তি চায় না মার্কিন প্রশাসন।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ এনে শোরগোল ফেলে দিয়েছিলেন পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলস। দীর্ঘ অভিযোগ পালটা অভিযোগের পর ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মামলাও দায়ের করেন তিনি। সেই মামলা এখনও চলছে।
কোন মন্তব্য নেই