তৃণমূলের রক্ত ঝরাচ্ছে যুব তৃণমূল! রক্তাক্ত বাংলা।
নজরবন্দি ব্যুরো: আবার খুন তৃণমূল কর্মী। গোষ্ঠী দ্বন্দ্বের ফলেই এই খুন। মজিবর রহমান নামে এক তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠল যুব তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের সিতাইয়ের। মূল অভিযুক্ত অর্জুন মণ্ডল পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, কোচবিহারের সিতাইয়ের কালিরহাটের বাসিন্দা মজিবর রহমান এলাকার সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত। এর আগেও কোচবিহারে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ বহু বার সামনে এসেছে। পঞ্চায়েত নির্বাচনের আগে ও পরে বেশ কয়েকবার ঝামেলায় জড়িয়েছে তৃণমূলেরই দুই গোষ্ঠী। গতরাতেও ওই এলাকায় তৃণমূল ও যুব তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে বলে স্থানীয়-সূত্রে খবর। গুলিবিদ্ধ হন মজিবর নামে এক ব্যক্তি। হসপিটালে নিয়ে যাবার আগেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠায়।
ওই এলাকার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন, "যুব তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে।" যদিও এই অভিযোগ অস্বীকার করে যুব তৃণমূল নেতা নিশীথ প্রামাণিক।

No comments