Header Ads

জোড়া ফুলের দাপটে নিজের গড়ে শক্তি হারাচ্ছে কংগ্রেস!



নজরবন্দি ব্যুরো:  বঙ্গ রাজনীতিতে 'গনি' আবেগ এখন প্রায় নেই। এক সময়ের খাস তালুকেই ক্রমশ সাইনবোর্ডের পথে কংগ্রেস। বহু বছর পর মালদহের রতুয়া এক নম্বর পঞ্চায়েত সমিতি দখল করল তৃণমূল। রতুয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ৩০টি।
এবারের পঞ্চায়েত নির্বাচনে সেখানে শাসক দলের প্রার্থীরা জেতে ২৬টি আসনে। পরে বাকি চারটি আসনের জয়ী প্রার্থীরা দল বদল করে যোগ দেয় তৃণমূলে। আর এর ফলে, বর্তমানে বিরোধী শূন্য রতুয়া এক নম্বর পঞ্চায়েত সমিতি।
এই পঞ্চায়েত সমিতির দখল নিয়ে খুশি তৃণমূলের কর্মী-সমর্থকরা। দলের রতুয়া ব্লকের পরিদর্শক নির্মল কর্মকার বলেন, ‘‘এলাকার তৃণমূল নেতা মহম্মদ ইয়াসিনের জন্যই এই সাফল্য এসেছে।’’ 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.