তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অশোক রুদ্র।
নজরবন্দি ব্যুরো: আজ, শনিবার তৃণমূল ভবনে দলের সাংগঠনিক ব্যাপার নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসেছিলেন তৃণমূল শীর্ষ-নেতার। দলের ছাত্র সংগঠন ভবিষ্যতে কোন পথে হাঁটবে সেই বিষয়েও বৈঠক করেছেন পার্থ চট্টোপাধ্যায়-সুব্রত বক্সিরা।
বৈঠকে ঠিক হয়েছে এবার থেকে ১০ পরামর্শদাতা থাকবে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে। অন্যদিকে এদিনই তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ব্যপারেও আলোচনা করেছে। এই গুরুত্বপূর্ণ বৈঠকে ঠিক হয়েছে,তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতির দায়িত্ব সামলাবেন অশোক রুদ্র। আগেই আঁচ করা গিয়েছিল অশোক রুদ্র ফের দলের কোন বড় পদে আসতে চলেছেন।
স্বাভাবিকভাবেই দলের তরফে জানানো হয়েছে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির পদ সামলাবেন অশোক রুদ্র। এর পাশাপাশি শিক্ষক সমিতির রাজ্যে সাধারণ সম্পাদক হয়েছেন কৃষেন্দু বিশউ। প্রাথমিক শিক্ষক সমিতির নতুন সাধারণ সম্পাদক জানিয়েছেন,দল তাঁর ওপর আস্থা রেখে যে দায়িত্ব তুলে দিয়েছে তা তিনি পালন করবেন গুরুত্ব-দিয়ে।

No comments