আসন না জিতেও পঞ্চায়েত গঠনের পথে রাজ্যের শাসক দল!
নজরবন্দি ব্যুরো: একটিও আসন না জিতে পঞ্চায়েতে বোর্ড গঠনের পথে রাজ্যের শাসক দল।এমন নজিরবিহীন ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার খাজুরায়।
বিজেপির টিকিটে জয়ী পঞ্চায়েত সদস্যরা যোগ দিচ্ছেন তৃণমূলে। আর এর ফলে বোর্ড গঠনের ব্যাপারে এগিয়ে রাজ্যের শাসক-দল। এযেন ২০১৩-র ভোটের চিত্রই ফুটে উঠেছে পুরুলিয়ার খাজুরায়। সেখানকার মানুষ ২০১৩-র পঞ্চায়েত ভোটে বোর্ড গঠনের জন্য সিপিআই(এম) কে বেছে নিয়েছিলেন। কিন্তু ঝামেলা বাধল বোর্ড গঠনের কিছুদিন পর থেকে।
বেশিরভাগ সিপিআই(এম) সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় পঞ্চায়েতে বোর্ড গড়ে তৃণমূল। আর এবারের-র চিত্রটা প্রায় একই। শুধু বিরোধী-দলের রঙটাই বদলেছে। ভোটে এলাকায় দাপটের সঙ্গে জয়লাভ করেন গেরুয়া সদস্যরা। যদিও এর পরে এলাকায় উন্নয়নের প্রসঙ্গ তুলে তারা একে-একে যোগ দিচ্ছেন তৃণমূলে।

No comments