দেখিয়ে দেব বন্দুকের জোর কাকে বলে! দলের অপর গোষ্ঠীকে হুঁশিয়ারি তৃণমূল নেতার।
নজরবন্দি ব্যুরো: যারা বিজেপির হয়ে দালালি করছেন, পাঁচ মিনিটের মধ্যে তাঁদের দেখিয়ে দেব বন্দুকের জোর কাকে বলে! রাতের অন্ধকারে নিরীহ কর্মীদের উপর অত্যাচার না করে আপনারা দিনে করুন, পাঁচ মিনিটের মধ্যে যদি আপনাদের ধ্বংস করে দিতে না পারি আমরা, জীবনে বাঁশরা অঞ্চলে তৃণমূল কংগ্রেস করব না।
আজ এক জনসভাতে এই ভাষাতেই দলের অপর গোষ্ঠীকে হুঁশিয়ারি দিলেন ক্যানিং ব্লকের বাঁশরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা মোবারক সর্দার। এর পরে তিনি বলেন, "যদি মায়ের দুধ খেয়ে থাকেন, নিরীহ কর্মীদের উপর অত্যাচার করবেন না।
বন্দুকের জোর হয়েছে? মস্তান-গিরি?"
জানা গিয়েছে,গত পঞ্চায়েত ভোটে এলাকার তৃণমূল যুব কংগ্রেস কর্মী বিজেপির হয়ে কাজ করেছে বলে অভিযোগ তোলেন মোবারক। তাদের হুঁশিয়ারি দিতে গিয়ে তিনি এই সব বিতর্কিত কথা বলেন।

No comments