Header Ads

শিক্ষক দিবস কে হাতিয়ার করেই এবার শিক্ষকদের প্রত্যাঘাত সরকার কে! #ExclusiveUpdate

নজরবন্দি ব্যুরো বঞ্চনার অভিযোগে একাধিকবার সরব হয়েছে রাজ্যের শিক্ষকরা। কখনো মামলা, কখনো মিছিল, কখনো ধর্না আবার কখনো ডেপুটেশন কিন্তু কোন কিছুতেই তাঁদের চাহিদা বা সমস্যার কথায় কর্ণপাত করেনি শিক্ষা দফতর। উপরুন্ত শিক্ষক-শিক্ষিকাদের ঘাড়ে একাধিক দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এখন আবার শিক্ষকদের গতিবিধি নিয়ন্ত্রন বা হাজিরার হিসেব রাখতেও বিশেষ উদ্যোগ নিয়েছে প্রশাসন।নভেম্বরে উচ্চ প্রাথমিকে দ্বিতীয় পর্যায়ের ভেরিফিকেশন! 

রাজ্যের শিক্ষক-শিক্ষিকদের মধ্যে অসন্তোষ ক্রমেই বাড়ছে। আর এবার সেই অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটতে চলেছে খোদ শিক্ষক দিবসেই! বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি জানিয়ে দিয়েছে ৫ই সেপ্টেম্বর তাঁরা সরকারি অনুষ্ঠান বয়কট করবে।শিক্ষক সমিতির বক্তব্য, শিক্ষক দিবসের দিনে শিক্ষকদের উদ্দেশ্যে বড় বড় কথা বলবে সরকার আর বাকি সারাবছর ধরে চলবে বঞ্চনা অবমাননা তা চলতে পারেনা।  বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি অন্য সব সংগঠনকেই শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান বয়কট করার আহ্বান জানিয়েছে। 

অন্যদিকে আরও একটি মামলা হতে চলেছে কলকাতা হাইকোর্টে, সূত্রের খবর যে সমস্ত প্রাথমিক শিক্ষকরা DO আর BLO DUTY(বিশেষ করে যে সব শিক্ষক/শিক্ষিকা NIOS থেকে D.EL.ED করছেন) করতে চান না তারা আগামী ৫ই সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের E-GATE এর সামনে বিকেল ৪টে নাগাত সমবেত হবেন । মামলা দরখাস্তও হবে ওখান থেকেই।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.