Header Ads

আবার কেলেঙ্কারি শিক্ষক নিয়োগে ! তবুও নীরব কেন কমিশন?

নজরবন্দি ব্যুরো: অনেক বছর পর শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালু হলেও পিছু ছাড়ছে না বিতর্ক৷ সময় যতো এগোচ্ছে বাড়ছে বিভ্রান্তি। কমিশন ও স্কুলের মধ্যে সমন্নয়ের অভাবে নিয়োগ পেয়েও চাকরি খোয়ানোর আশঙ্কায় বহু চাকরি প্রার্থী।অভিযোগ, নিয়োগপত্র পেয়েও স্কুলে জয়েন্ট করতে গিয়ে চূড়ান্ত সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাঁদের৷
নিয়োগ পাওয়ার ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিলেও ‘ফিরেও তাকাচ্ছে না’ কমিশন৷ সমস্যা সমাধানে এসএসসি যুব-ছাত্র অধিকার মঞ্চের তরফে স্কুল সার্ভিস কমিশনের কর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও ‘উত্তর’ মেলেনি।
দীর্ঘ জট কাটিয়ে রাজ্য স্কুল সার্ভিস কমিশনের নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগ করতে নিয়োগপত্র দেওয়ার কাজ শুরু হয়েছে৷ স্কুলও বাছাইয়ের কাজও প্রায় শেষ দিকে ৷ কিন্তু, কমিশনের দেওয়া নিয়োগ পত্র নিয়ে স্কুলে হাজির হতেই চূড়ান্ত সমস্যায় পড়েছেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ কোথায় বিষয় নির্বাচন নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে, কোথাও আবার সংরক্ষিত আসনে নিয়োগে বাঁধা দেওয়ার অভিযোগ তুলছেন চাকরিপ্রার্থীদের একাংশ৷

পর্ষদের দেওয়া ননিয়োগ পত্র থাকা সত্বেও স্কুলে জয়েন্ট করতে পারছেন না তাঁরা৷ কিছু ক্ষেত্রে নিয়োগপত্রে স্বাক্ষর করতে অস্বীকার করছেন প্রধানশিক্ষক। কোথায়ও আবার স্কুল পর্যবেক্ষের আপত্তির মুখে পড়ছেন বহু চাকরিপ্রার্থীরা৷ এমনই কিছু অভিযোগ তুলছেন হবু শিক্ষকরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.