Header Ads

আইনি বিচ্ছেদ সম্পন্ন হল শোভন-রত্নার! খোরপোষ বাবদ কি দেবেন মেয়র?

নজরবন্দি ব্যুরো: প্রায় ১ বছর ধরে বিতর্ক চলার পর অবশেষে আইনি বিচ্ছেদ সম্পন্ন হল শোভন-রত্নার।
জানা গিয়েছে,  শোভন চট্টোপাধ্যায়ের খোরপোশ মামলায় স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে খোরপোষ বাবদ মাসে ৪০ হাজার টাকা এবং মেয়ের খরচ বাবদ ৪০ হাজার টাকা করে দেওয়ার জন্য নির্দেশ দিল আলিপুর আদালত। এছাড়াও মামলার খরচ বাবদ এককালীন ৭০ হাজার টাকা দেওয়ারও নির্দেশ দেয় বিচারপতি। এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চতর আদালতে যাবেন বলে জানিয়েছেন।

আদালত সূত্রের খবর অনুযায়ী, এই খোরপোষ মামলায় প্রতিমাসে দেড়-লক্ষ টাকা করে দাবি করেছিলেন রত্না চট্টোপাধ্যায়। এছাড়াও এককালীন ৩০লক্ষ টাকা দাবি করেছিলেন। যার মধ্যে ১৫ লক্ষ টাকা মামলা চালানোর খরচ এবং বাকি ১৫ লক্ষ টাকা মেয়ের খরচের জন্য চাওয়া হয়েছিল। এদিনের আদেশে অবশ্য সেই দাবি মেনে নেয়নি আদালত।

 বিচারক খোরপোষ বাবদ মাসে ৪০ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দেন। মেয়ের খরচ বাবদ মাসে ৪০ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মামলার খরচের জন্য এককালীন ৭০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.