Header Ads

মাথায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি শিল্টন পাল।


নজরবন্দি ব্যুরোঃ  অনুশীলন চলাকালীন মাথায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি অধিনায়ক শিল্টন পাল আজ অনুশীলনে চোট পেয়ে মাঠেই বমি করেন শিল্টন আর তাতেই বাড়ছে উদ্বেগসামনে মহামেডান ম্যাচ তাই দলবল নিয়ে নেমে পড়লেন শংকরলাল চক্রবর্তী
এদিন, তেমন কঠোর অনুশীলনের মধ্যে দলকে ঠেলে দেননি শংকরলাল ঠিক করেছিলেন ওয়ার্ম আপের পর ফুট-ভলি খেলাবেন সেইভাবে খেলাও শুরু হয় ফুট-ভলি খেলার বৈশিষ্ট্য হল, হাতের বদলে পায়ে ভলিবল খেলতে হবে সেইমতো খেলাও চলছিল কিন্তু দলের গোলকিপার শিল্টন পাল দুম করে ব্যাকভলি মেরে বসেন আর সেই ব্যাকভলি মারতে গিয়ে মাথায় চোট পান শিল্টন

প্র্যাকটিসের পর ক্লাবের এক কর্তাকে দিয়ে তাঁকে পাঠানো হয় আমরি হাসপাতালে উদ্দেশ্য, স্ক্যান করা অর্থাত্‍, মাথায় গুরুতর কোনও চোট পেয়েছেন কিনা মাঠ থেকে হাসপাতালে যাওয়ার সময়, শিল্টন অবশ্য বমিও করেন ফলে, অনেকেই চিন্তিত বিকেলে শিল্টনের সিটি স্ক্যান হওয়ার কথা


Loading...

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.