Header Ads

পুজোর আগে সম্ভব নয় শিক্ষক নিয়োগ। জারি নির্দেশিকা। কবে থেকে নিয়োগ, জানালো সূত্র।

নজরবন্দি ব্যুরোঃ পুজোর আগে শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে আসছিলেন রাজ্যের শিক্ষক পদপ্রার্থীরা। কিন্তু তা যে সম্ভব নয় সেটা স্পষ্ট হল স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশিকায়। রাজ্যে শিক্ষক নিয়োগ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

পঞ্চম থেকে দশম শ্রেনীর শিক্ষক পদের শূন্যপদের তালিকা প্রকাশ করে দ্রুত নিয়োগের দাবি জানিয়েছিলেন চাকরি প্রার্থীরা। রাজ্যের বিভিন্ন স্কুল গুলিতে শূন্যপদের সংখ্যা কত, পড়ুয়া সংখ্যা কত সেই নিয়ে আগামি ৫ অক্টোবরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ায় নির্দেশ ছিল ডিআই দের ওপর। কিন্তু তা আর সম্ভব নয়। এর মধ্যেই ফের শিক্ষক নিয়োগ বন্ধ রাখার নির্দেশিকা জারি করে দিলো শিক্ষা দপ্তর।

ইসলামপুরের দাড়িভিটে স্কুলে ছাত্রমৃত্যু ও শিক্ষক নিয়োগ ঘিরে অশান্তি চরমে পৌঁছয়। এর পরেই রাজ্যে শিক্ষক নিয়োগ আপাতত বন্ধ রাখার নির্দেশিকা জারি হয়। এদিকে বিভিন্ন দপ্তরের সমন্বয়ের অভাবে শিক্ষক শূন্যপদের রিপোর্ট পেশ করাও সম্ভব হচ্ছে না। তাই চাকরি প্রার্থীদের দাবি যে এবারও মিটলো না তা একপ্রকার স্পষ্ট। পুজোর আগে কোনোমতেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে না। সূত্রের খবর, দু মাস পর থেকে এই নিয়োগ প্রক্রিয়া ফের শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে।
Theme images by lishenjun. Powered by Blogger.