Header Ads

টাকা লেনদেনের ক্ষেত্রে বড়সড় বদল আনল এস বি আই। জেনে নিন কি বদল।


নজরবন্দি ব্যুরোঃ টাকা লেনদেনের ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক নিয়ে এল বড়সড় বদল গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য এই পদক্ষেপ নিতে চলেছে এসবিআই নোট বাতিলের সময় একাধিক জালিয়াতির ঘটনা সামনে এসেছিল
এর জেরে স্টেট ব্যাঙ্কের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একজনের অ্যাকাউন্ট অন্য কেউ টাকা জমা করতে পারবেন না যদি 'A' নামে কোনও ব্যক্তির স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে কেবল সেই ব্যাঙ্কের ক্যাশকাউন্টারে গিয়ে টাকা জমা দিতে পারবে এমনকি বাবা বলে ছেলের অ্যাকাউন্টে টাকা জমা করতে দেওয়া হবে না সংবাদ মাধ্যম কে তারা জানায় যে নোট বাতিলের সময় একাধিক অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা ৫০০ ১০০০ টাকার নোটে জমা করা হয়েছিল

অ্যাকাউন্টহোল্ডারকে এত বড় অঙ্কের টাকার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা জানায় যে অন্য কোনও ব্যক্তি তার অজান্তে অ্যাকাউন্টে টাকা জমা করেছে এই নিয়ম লাগু করার পাশাপাশি বিশেষ পরিস্থিতির খেয়ালও রাখা হয়েছে যদি 'A' নামে ব্যক্তি 'B' এর অ্যাকাউন্টে টাকা জমা করতে চান তাহলে B এর থেকে একটি চিঠি নিয়ে আসতে হবে যাতে তাকে অনুমতি দেওয়া হয়েছে এছাড়া ব্যাঙ্কে টাকা জমা দেওয়ার ফর্ম অ্যাকাউন্ট হোল্ডাররের সই লাগবে তবে অনলাইন ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এই নিয়ল লাগু করা হবে না

Loading...

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.