টাকা লেনদেনের ক্ষেত্রে বড়সড় বদল আনল এস বি আই। জেনে নিন কি বদল।
নজরবন্দি ব্যুরোঃ টাকা লেনদেনের ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক নিয়ে এল বড়সড় বদল ৷ গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য এই পদক্ষেপ নিতে চলেছে এসবিআই ৷ নোট বাতিলের সময় একাধিক জালিয়াতির ঘটনা সামনে এসেছিল ৷
এর জেরে স্টেট ব্যাঙ্কের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একজনের অ্যাকাউন্ট অন্য কেউ টাকা জমা করতে পারবেন না ৷ যদি 'A' নামে কোনও ব্যক্তির স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে কেবল সেই ব্যাঙ্কের ক্যাশকাউন্টারে গিয়ে টাকা জমা দিতে পারবে ৷ এমনকি বাবা বলে ছেলের অ্যাকাউন্টে টাকা জমা করতে দেওয়া হবে না ৷ সংবাদ মাধ্যম কে তারা জানায় যে নোট বাতিলের সময় একাধিক অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা ৫০০ ও ১০০০ টাকার নোটে জমা করা হয়েছিল ৷
অ্যাকাউন্টহোল্ডারকে এত বড় অঙ্কের টাকার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা জানায় যে অন্য কোনও ব্যক্তি তার অজান্তে অ্যাকাউন্টে টাকা জমা করেছে ৷এই নিয়ম লাগু করার পাশাপাশি বিশেষ পরিস্থিতির খেয়ালও রাখা হয়েছে ৷ যদি 'A' নামে ব্যক্তি 'B' এর অ্যাকাউন্টে টাকা জমা করতে চান তাহলে B এর থেকে একটি চিঠি নিয়ে আসতে হবে যাতে তাকে অনুমতি দেওয়া হয়েছে ৷ এছাড়া ব্যাঙ্কে টাকা জমা দেওয়ার ফর্ম অ্যাকাউন্ট হোল্ডাররের সই লাগবে ৷ তবে অনলাইন ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এই নিয়ল লাগু করা হবে না ৷
Loading...

No comments