সচিনের পরিবারে খুশির খবর শোনালেন মেয়ে সারা!
নজরবন্দি ব্যুরো: অবশেষে সচিনের পরিবারে খুশির হাওয়া। মেয়ে সারা স্নাতক হলেন।
‘ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন’ থেকে মেডিসিন বিষয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছিলেন তিনি। সেখানেই উত্তীর্ণ হলেন তিনি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই সুসংবাদ শেয়ার করলেন সচিন-কন্যা নিজে।
একটা বা দুটো ছবি নয়, মোট পাঁচটি ছবি শেয়ার করেছেন তিনি। ব্রিটেনে নিজের পড়াশোনা চলাকালীন সময়ের ছবি সেগুলো বলে বোঝা যাচ্ছে। এর মধ্যে দু’টি ছবিতেই রয়েছেন সচিন ও স্ত্রী অঞ্জলি। এই গুরুত্বপূর্ণ ডিগ্রি অর্জন করার খুশিতে একটি ভিডিও-ও রয়েছে ওই ফোটো গ্যালারিতে।

No comments