সাজানো ঘটনা? পুরনো রেকর্ডিং? নাম না করে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ সমীর আইচের! #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে পরিবর্তন হয়েছে ২০১১ সালে, পূর্বতন বাম সরকারের পতন ঘটিয়ে ৭বছর ধরে চলছে মা মাটি মানুষ অর্থাৎ তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ২০১১ তে ক্ষমতায় আসার পর থেকেই শাসক হিসেবে একের পর এক বিতর্কে জড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বহুল প্রচলিত উক্তি, যেগুলি সমালোচিত হয়েছে তাঁর মধ্যে অন্যতম দুটি উক্তি হল ১) সাজানো ঘটনা আর ২) সিপিএমের চক্রান্ত! যদিও কালের স্রোতে সিপিআইএমের চক্রান্ত কমেছে আগের চোখে কিন্তু পার্ক্সস্ট্রিট থেকে কামদুনি প্রায় সব ঘটনাই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর চোখে সাজানো বলেই মনে হয়েছে প্রথমে!
আচমকা এই প্রসঙ্গের অবতারনার কারন শিল্পী সমীর আইচের একটি ফেসবুক পোষ্ট। স্পষ্ট কথা বলতে কখনই রাখ ঢাক করেননা সমীর আইচ, বিখ্যাত চিত্র শিল্পী সমীরবাবু আজ মাঝেরহাট উড়ালপুল ভেঙে পড়া কে কেন্দ্র করে তার ব্যাক্তিগত ফেসবুক ওয়ালে একটি পোষ্ট করেছেন যেখানে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় কে তীব্র কটাক্ষ করা হয়েছে। তিনি লিখেছেন "ব্রিজ ভেঙেছে? মানুষ মরেছে? সব সাজানো। পুরনো রেকর্ডিং"।
এই বক্তব্য কাকে উদ্দেশ্য করে লেখা তা বুঝতে বাকি থাকে কি?
দেখুন সেই ফেসবুক পোষ্ট
পাশাপাশি আর একটি ফেসবুক পোষ্টে মাঝের হাট ব্রিজের ভেঙে পড়া নিয়ে নিজের শঙ্কা ব্যাক্ত করেছেন সমীর বাবু। আহত এবং নিহত সবার পরিবার কে আন্তরিক সমবেদনা জানিয়েছেন তিনি। রাজ্য সরকার কে কটাক্ষ করে তিনি লিখেছেন মুখে বড় বড় কথা বলে রাজ্যটাকে এভাবে বিপর্জয়ের দিকে নিয়ে যাবেন না, আপনাদের মিথ্যে মানুষ বুঝতে পারছেন।
সাথে তার আঁকা একটি উন্নয়নের ছবিও পোষ্ট করেছেন তিনি।
দেখুন সেই ছবি
আচমকা এই প্রসঙ্গের অবতারনার কারন শিল্পী সমীর আইচের একটি ফেসবুক পোষ্ট। স্পষ্ট কথা বলতে কখনই রাখ ঢাক করেননা সমীর আইচ, বিখ্যাত চিত্র শিল্পী সমীরবাবু আজ মাঝেরহাট উড়ালপুল ভেঙে পড়া কে কেন্দ্র করে তার ব্যাক্তিগত ফেসবুক ওয়ালে একটি পোষ্ট করেছেন যেখানে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় কে তীব্র কটাক্ষ করা হয়েছে। তিনি লিখেছেন "ব্রিজ ভেঙেছে? মানুষ মরেছে? সব সাজানো। পুরনো রেকর্ডিং"।
এই বক্তব্য কাকে উদ্দেশ্য করে লেখা তা বুঝতে বাকি থাকে কি?
দেখুন সেই ফেসবুক পোষ্ট
পাশাপাশি আর একটি ফেসবুক পোষ্টে মাঝের হাট ব্রিজের ভেঙে পড়া নিয়ে নিজের শঙ্কা ব্যাক্ত করেছেন সমীর বাবু। আহত এবং নিহত সবার পরিবার কে আন্তরিক সমবেদনা জানিয়েছেন তিনি। রাজ্য সরকার কে কটাক্ষ করে তিনি লিখেছেন মুখে বড় বড় কথা বলে রাজ্যটাকে এভাবে বিপর্জয়ের দিকে নিয়ে যাবেন না, আপনাদের মিথ্যে মানুষ বুঝতে পারছেন।
সাথে তার আঁকা একটি উন্নয়নের ছবিও পোষ্ট করেছেন তিনি।
দেখুন সেই ছবি



No comments