Header Ads

মহাষ্টমীর অঞ্জলীতে কলকাতায় থাকতে পারেন রাহুল গান্ধী। বিজেপির তাস খেলতে চান রাহুল?

নজরবন্দি ব্যুরোঃ সামনেই দুর্গাপুজো। মহাষ্টমীর অঞ্জলী দিতে দেখা যেতে পারে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে। সম্ভাবনার কথা জানালেন রাহুল নিজেই।
শনিবার দিল্লিতে ১১ জন প্রদেশ কংগ্রেস নেতার সাথে বৈঠক করেন রাহুল গান্ধী। সামনেই লোকসভা ভোট। নির্বাচনে কংগ্রেস রাজ্যে কার সাথে জোট করবে সেবিষয়ে কংগ্রেস সভাপতির জবাব, এই বিষয়ে স্বাধীন ভাবে সিদ্ধান্ত নেবে প্রদেশ কংগ্রেস। এরপরেই কংগ্রেসের বিধায়ক শঙ্কর মালাকার রাহুল গান্ধীকে কলকাতায় পুজোয় আসার আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণে সম্মতি জানিয়ে রাহুল বলেন, মহাষ্টমীর অঞ্জলী দিতে পারেন কলকাতায় এসে।
কলকাতায় এসে দক্ষিণেশ্বর, বেলুড় মঠ ও কালীঘাটে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন সোনিয়া-পুত্র। এদিকে ধর্মীয় অনুষ্ঠানে কংগ্রেস সভাপতির সামিল হওয়ার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক গুঞ্জন। ভোটের আগে বিজেপির হিন্দুত্বের মন্ত্রেই কি এবার বাজিমাত করার লক্ষ্যে নামছেন রাহুল? প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই।
Theme images by lishenjun. Powered by Blogger.