পুলিশে পরিবর্তন! 'খাকি' তে এবার না!
নজরবন্দি ব্যুরো: এবারের পুজোর আগেই বড় পরিবর্তন ঘটতে চলেছে রাজ্য পুলিশে। এবার হয়তো পরিচিত খাকি রং-এর পোশাক না দেখা যেতে পারে।
খাকির বদলি হিসাবে সাদা রঙের পোশাকে দেখা যেতে পারে রাজ্য পুলিশের কর্মীদের। কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারদের নতুন রঙের ওই পোশাক পরতে হবে। এর উপরের পদের অফিসাররা খাকি পোশাক পরবেন। আগেই এই প্রস্তাব রাখে সরকার।
অবশেষে তাতে সিলমোহর দিয়েছে স্বরাষ্ট্র দফতর। ১৩ সেপ্টেম্বর সেই প্রস্তাব গ্রহণের কথা চিঠি দিয়ে রাজ্য পুলিশের ডিজিকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, কিছু দিন আগে সিভিক ভলান্টিয়ারদের পোশাকের রঙের পরিবর্তনের কথা বলেন রাজ্য সরকার।

No comments