Header Ads

আবার নিয়োগ নিয়ে বিতর্ক! এবার ডব্লিউবিসিএস পরীক্ষায়।



নজরবন্দি ব্যুরো: শিক্ষক নিয়োগের পরীক্ষায় একাধিক অনিয়মের অভিযোগ উঠে ছিল আগেই। আর তার জেরে বছরের পর বছর আটকে ছিল শিক্ষক নিয়োগ। এবার অনিয়মের অভিযোগ উঠল আরও এক সরকারি চাকরির পরীক্ষায়।
রিভিউয়ের পর এক লাফে চাকরি-প্রার্থীর নম্বর শূন্য থেকে বেড়ে হল ১৬২ । এমন ঘটনার পর ডব্লিউবিসিএস পরীক্ষার খাতা দেখতে চাইল কলকাতা হাইকোর্ট।

জানা গিয়েছে,২০১৬ সালে ডব্লিউবিসিএস পরীক্ষায় অনিয়মের অভিযোগে হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। পরীক্ষার্থী সুশান্ত বর্মনের খাতার পুনর্মূল্যায়নে ফলে ইংরেজিতে শূন্য থেকে বেড়ে নম্বর হয়েছে ১৬২। বাংলায় ১৮ থেকে বেড়ে হয়েছে ১৬৭। মামলায় উঠেছে এমন সব চাঞ্চল্যকর অভিযোগ।

এই ঘটনার সত্যতা জানতে অনুসন্ধান কমিটি গড়ে পাবলিক সার্ভিস কমিশন। কিন্তু অনুসন্ধানের রিপোর্টে সন্তুষ্ট নয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ধোঁয়াশা কাটাতে এবার খাতা তলবের সিদ্ধান্ত নেয় আদালতের। ১১ সেপ্টেম্বর পিএসসি-কে ওই খাতা দেখানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.