আগামী ১২ সেপ্টেম্বর আসছে অ্যাপলের নতুন ফোন!
নজরবন্দি ব্যুরোঃ অ্যাপল পণ্য ব্যবহারকারিরা প্রতি বছর এ সময়টার অপেক্ষা করে থাকেন। কেননা প্রযুক্তি জায়ান্ট অ্যাপল প্রতি বছরের সেপ্টেম্বরের দিকে তাদের কাঙ্ক্ষিত নতুন আইফোন ও অন্যান্য পণ্য উন্মুক্ত করে থাকে।আগামী ১২ সেপ্টেম্বর হবে সেই অনুষ্ঠান।
ধারনা করা হচ্ছে নতুন মডেলের আইফোন এই অনুষ্ঠানেই উন্মোচন করা হবে। আসবে নতুন আইপ্যাড ও অ্যাপল ওয়াচও। অ্যাপল জানিয়েছে, আগামী ১২ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ১০টায় এই ইভেন্ট শুরু হবে। বিভিন্ন খবরে প্রকেশ এবার অ্যাপল নতুন তিনটি আইফোন- আইফোন ৯, আইফোন ১১ ও আইফোন ১১ প্লাস উন্মুক্ত করবে। এছাড়াও একটি নতুন মডেলের ম্যাকবুক এয়ার এবং ম্যাক মিনির হালনাগাদ সংস্করণ উন্মোচিত হবে।
Loading...
No comments