Header Ads

আগামী ১২ সেপ্টেম্বর আসছে অ্যাপলের নতুন ফোন!


নজরবন্দি ব্যুরোঃ অ্যাপল পণ্য ব্যবহারকারিরা প্রতি বছর সময়টার অপেক্ষা করে থাকেন কেননা প্রযুক্তি জায়ান্ট অ্যাপল প্রতি বছরের সেপ্টেম্বরের দিকে তাদের কাঙ্ক্ষিত নতুন আইফোন অন্যান্য পণ্য উন্মুক্ত করে থাকেআগামী ১২ সেপ্টেম্বর হবে সেই অনুষ্ঠান 
ধারনা করা হচ্ছে নতুন মডেলের আইফোন এই অনুষ্ঠানেই উন্মোচন করা হবে আসবে নতুন আইপ্যাড অ্যাপল ওয়াচও। অ্যাপল জানিয়েছে, আগামী ১২ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ১০টায় এই ইভেন্ট শুরু হবে বিভিন্ন খবরে প্রকেশ এবার অ্যাপল নতুন তিনটি আইফোন- আইফোন , আইফোন ১১ আইফোন ১১ প্লাস উন্মুক্ত করবে এছাড়াও একটি নতুন মডেলের ম্যাকবুক এয়ার এবং ম্যাক মিনির হালনাগাদ সংস্করণ উন্মোচিত হবে

Loading...

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.