Header Ads

বেলুড় মঠের অনুষ্ঠান থেকে ঘুরিয়ে বিজেপি-কে তোপ মমতার।


নজরবন্দি ব্যুরোঃ   স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২তম বর্ষপূর্তিতে দরাজ কণ্ঠে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, হিন্দু ধর্ম সর্বজনীন। বাংলার মাটিতে সেই হিন্দু ধর্মই চলবে, যে হিন্দু ধর্ম বিবেকানন্দের। যে হিন্দু ধর্মকে তিনি বিশ্বের দরবারে সেরার আসনে বসিয়েছিলেন। যে হিন্দু ধর্ম সবাইকে ভালোবাসে, কোনও ভেদাভেদ করে না।

বেলুড় মঠে এক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বলেন, স্বামীজি যে হিন্দু ধর্মের শিক্ষা দিয়ে গিয়েছিলেন, সেই হিন্দু ধর্ম মেনে সবাইকে নিয়ে চলতে হবে। সবাইকে ভালোবাসতে হবে। ভালোবাসাই সবার উপরে স্থান দিতে পারে, তা দেখিয়েছিলেন বিবেকানন্দ। তাঁর পদাঙ্ক অনুসরণ করে বাংলার মাটি আজ সহনশীলতার মাটিতে পরিণত হয়েছে।

মমতা বলেন, বাংলার মাটি সব ধর্মের। বাংলাই দেশকে পথ দেখিয়েছে। আজও দেখাবে। বাংলার মাটিতে ধর্ম নিয়ে হানাহানি, অস্থিরতা মানব না। কিছু মানুষের চক্রান্তের জন্য বাংলার সংস্কৃতির পবিত্রতা বিনষ্ট হতে দেব না। শাসনের নামে মাথায় পা তোলা বরদাস্ত করব না। তিনি ঘুরিয়ে তোপ দাগেন বিজেপিকেই।



Loading...

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.