Header Ads

বিদেশে বানিজ্যিক সফরে যাওয়ার আগেও রাজ্যবাসীকে ভুললেন না মমতা।

নজরবন্দি ব্যুরোঃ বানিজ্যিক সফরে আজ ইউরোপ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাকে নিয়ে আবেগতাড়িত হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী।
প্রতি বছর বিজনেস কনক্লেভ এর আয়োজন করে বিশ্ববাংলা। অসংখ্য দেশের আমন্ত্রণের মধ্যে একটি দেশকে বেছে নেওয়া হয় এবং সেখানেই করা হয় বানিজ্য বৈঠক। এবছর বেছে নেওয়া হয়েছে জার্মানি ও ইটালিকে। আজ বানিজ্য সফরে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বেশ আবেগের সাথে বলেন, "বাংলা ছেড়ে কোথাও যেতে মন চায়না। কখন রাজ্যের মানুষের কি দরকার পড়ে। তবু যেতেই হয়৷" এবার ফ্রাঙ্কফুর্ট ও মিলান শহরে বৈঠক রয়েছে। ২৭ তারিখ ফিরবেন মমতা। তবে যাওয়ার আগেও রাজ্যবাসীর কথা ভুললেন না তিনি। মন্ত্রী ও আধিকারিকদের নিয়ে কমিটি গঠন করে গেলেন। রাজ্যের মানুষ যাতে কোনো সমস্যায় না পড়েন সেদিকে খেয়াল রেখেই এই কমিটি গঠন। এছাড়াও কথা বললেন বাগরি মার্কেটের অগ্নিকান্ড নিয়ে। জানালেন, সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে। কোনো প্রাণহানির খবর নেই। এরপরেই এগিয়ে গেলেন নির্দিষ্ট ফ্লাইটের উদ্দেশ্যে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.