পোস্তার স্মৃতি উসকে দিয়ে ভেঙে পড়ল মাঝের হাট ব্রিজ! বহু মৃত্যুর আশঙ্কা। #BreakingNews
নজরবন্দি ব্যুরো: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাঝের হাট ব্রিজের একাংশ। পথ চলতি বেশ কয়েকজনের হতাহতের আশঙ্কা রয়েছে।
অন্য দিনের মতন আজ ব্রিজের উপর দিয়ে এবং নিচ দিয়ে গাড়ি চলাচল করছিল। তাই এই দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিকেল পৌনে ৫টা নাগাদ আচমকাই হুড়মুড়িয়ে ধসে পড়ে এই ব্রিজ।বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কিছু দেহ এবং ভাঙাচোরা গাড়ি।
দক্ষিণ কলকাতার সঙ্গে বজবজের যোগাযোগ তৈরি করে এই ব্রিজ। সেই ব্রিজের একাংশই ভেঙে পড়েছে মঙ্গলবার সন্ধের মুখে। ৬ জন আহত কে উদ্ধার করে পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদিকে ১ জন কে ভর্তি করা হয়েছে সিএমআরআই হাসপাতালে।

No comments