"এরা ধর্মীয় অশান্তি তৈরির কাজে ব্যস্ত সব সময়।" বিজেপি ছাড়ছেন লক্ষন শেঠ।
নজরবন্দি ব্যুরো: এখনকার বিজেপির কোন রীতি নীতি নেই। এরা ধর্মীয় অশান্তি তৈরির কাজে ব্যস্ত সব সময়। উন্নয়ন মুলক কাজের কোন দিশা নেই।
নতুন আর পুরাতনের মধ্যে মনমালিন্যর কারনে স্থায়ীভাবে কোন পদস্থ ব্যক্তি কাজ করা সুযোগ পাচ্ছে না। এমন সব বিস্ফোরক অভিযোগ করলেন লক্ষ্মণ শেঠ।এর পরে তিনি বলেন, আমরা রাম ও রহিমের মধ্যে অশান্তি তৈরি করতে চাই না। তাই আমরা বিজেপি দল ছাড়লাম।
নতুন আর পুরাতনের মধ্যে মনমালিন্যর কারনে স্থায়ীভাবে কোন পদস্থ ব্যক্তি কাজ করা সুযোগ পাচ্ছে না। এমন সব বিস্ফোরক অভিযোগ করলেন লক্ষ্মণ শেঠ।এর পরে তিনি বলেন, আমরা রাম ও রহিমের মধ্যে অশান্তি তৈরি করতে চাই না। তাই আমরা বিজেপি দল ছাড়লাম।

No comments