কাকদ্বীপে ব্রিজ ভাঙার দায় নির্মাণকারী সংস্থার! রিপোর্ট নবান্নে।
নজরবন্দি ব্যুরো: এবার থেকে নির্মাণের ২৫ বছরের মধ্যে সেতু ভাঙলে দায় নিতে হবে নির্মাণকারী সংস্থাকে। মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর রাজ্য সরকার এই সিদ্ধান্ত নেয়।
এরই মাঝে কাকদ্বীপে ভেঙে পড়ে নির্মীয়মাণ সেতু। এই ঘটনায় গতকাল নবান্নে একটি রিপোর্ট পাঠায় সুন্দরবন উন্নয়ন দপ্তর। নবান্ন সূত্রে খবর, রিপোর্টে দায়ি করা হয়েছে নির্মাণকারী সংস্থাকে।
প্রসঙ্গত, গঙ্গাসাগর যাওয়ার সুবিধার জন্য ২০১৫ সালে এই সেতু তৈরির পরিকল্পনা করে সরকার। ২০২১ সালে সেতুটি চালু হওয়ার কথা। সেই অনুযায়ী কাজ করছিল নির্মাণকারী সংস্থা। স্থানীয় সূত্রে খবর, নির্দিষ্ট সময়ের আগেই নির্মীয়মাণ ব্রিজের গার্ডারের কাঠামো খুলে ফেলা হয়। যার জন্যই এই দুর্ঘটনা।
এরই মাঝে কাকদ্বীপে ভেঙে পড়ে নির্মীয়মাণ সেতু। এই ঘটনায় গতকাল নবান্নে একটি রিপোর্ট পাঠায় সুন্দরবন উন্নয়ন দপ্তর। নবান্ন সূত্রে খবর, রিপোর্টে দায়ি করা হয়েছে নির্মাণকারী সংস্থাকে।
প্রসঙ্গত, গঙ্গাসাগর যাওয়ার সুবিধার জন্য ২০১৫ সালে এই সেতু তৈরির পরিকল্পনা করে সরকার। ২০২১ সালে সেতুটি চালু হওয়ার কথা। সেই অনুযায়ী কাজ করছিল নির্মাণকারী সংস্থা। স্থানীয় সূত্রে খবর, নির্দিষ্ট সময়ের আগেই নির্মীয়মাণ ব্রিজের গার্ডারের কাঠামো খুলে ফেলা হয়। যার জন্যই এই দুর্ঘটনা।
