ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক কি মহম্মদ কাইফের? জানালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।
নজরবন্দি ব্যুরোঃ ভক্তদের সঙ্গে আলাপ জমাতে ‘আস্ককাইফ’ ‘#AskKaif’ নামে সোশ্যাল সাইটে একটি পর্ব শুরু করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ।
আর সেখানেই তাঁকে আজব প্রশ্ন করা হয়। মহম্মদ কাইফের সঙ্গে কি ক্যাটরিনা কাইফের কোনও সম্পর্ক রয়েছে? এমন প্রশ্ন করা হয় ভারতীয় ক্রিকেটারকে। আর তার উত্তরে কাইফ কি বললেন জানেন?মহম্মদ কাইফ বলেন, ক্যাটরিনার সঙ্গে এখনও তাঁর কোনও সম্পর্ক নেই।
কারণ তিনি সুখে শান্তিতে বিবাহিত জীবন কাটাচ্ছেন। কিন্তু, ক্যাটরিনা কীভাবে কাইফ পদবি পেয়েছেন, সে বিষয়ে একটি জনপ্রিয় গল্প তিনি শুনেছেন। আর ওই একই গল্প তাঁর পদবির সঙ্গেও জড়িত বলে ওই ভক্তকে জবাব দেন মহম্মদ কাইফ।
কোন মন্তব্য নেই