মামলায় গেরোয় আবার থমকে নিয়োগ!! অন্ধকারে ১২০০ চাকরি-প্রার্থীর ভবিষ্যৎ!
নজরবন্দি ব্যুরো: কিছুদিন আগে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (এলডিএ) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন। কিন্তু তার পরেও দেখা দিয়েছে কিছু জটিলতা।
প্রায় ১২০০-র বেশি শূন্যপদ। কিন্তু সব পদে যোগ্য প্রার্থী পাওয়া যায়নি। কমিশনের এক কর্তা জানিয়েছেন, প্রায় ১৫০টির বেশি পদ ফাঁকা রেখেই চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। আবার দ্বিতীয় তালিকা প্রকাশ হবে কি না, এ বিষয়ে প্রশ্ন করা হলে পিএসসি’র চেয়ারম্যান দীপঙ্কর দাশগুপ্ত সাফ বলেন, এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
জানা গিয়েছে, চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে আগেই। কিন্তু এলডিএ পরীক্ষায় সফল প্রার্থীদের নিয়োগপত্র পাওয়া নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। কারণ, পরীক্ষা পদ্ধতি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (স্যাট)-এ মামলা দায়ের করেছেন বেশ কিছু চাকরি প্রার্থী। বিশেষ সূত্রের দাবি, আগামী ১৮ আগস্ট স্যাটে এনিয়ে শুনানি রয়েছেন। দুই দফায় লিখিত পরীক্ষা হবার কথা। তার পর হঠাত্ করে টাইপ টেস্ট কেন নেওয়া হল, এই প্রশ্ন তুলে স্যাটে মামলা করেছেন পরীক্ষার্থীরা।
জানা গিয়েছে, চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে আগেই। কিন্তু এলডিএ পরীক্ষায় সফল প্রার্থীদের নিয়োগপত্র পাওয়া নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। কারণ, পরীক্ষা পদ্ধতি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (স্যাট)-এ মামলা দায়ের করেছেন বেশ কিছু চাকরি প্রার্থী। বিশেষ সূত্রের দাবি, আগামী ১৮ আগস্ট স্যাটে এনিয়ে শুনানি রয়েছেন। দুই দফায় লিখিত পরীক্ষা হবার কথা। তার পর হঠাত্ করে টাইপ টেস্ট কেন নেওয়া হল, এই প্রশ্ন তুলে স্যাটে মামলা করেছেন পরীক্ষার্থীরা।

No comments