Header Ads

শোচনীয় পরাজয় গেরুয়া ছাত্র সংগঠনের, লালে লাল জেএনইউ! দেখুন ফলাফল। #NajarbandiExclusive


নজরবন্দি ব্যুরোঃ লেফট অ্যালায়েন্সের সামনে মাথা তুলে দাঁড়াতে পারলো না এবিভিপি এবং অন্যান্য দল।
ভোট গননা শেষ। সমস্ত সেন্ট্রাল প্যানেলের পোস্ট লেফট অ্যালায়েন্সের দখলে রয়েছে। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে জেনারেল সেক্রেটারি- সমস্ত পদের ক্ষেত্রেই ধুয়েমুছে সাফ এবিভিপি সহ অন্যান্যরা। বিরাট মার্জিনে জিতেছেন ইউনাইটেড লেফটের প্রার্থীরা।
ব্যাপক উচ্ছাসে লাল আবিরে কার্যত স্নান করছেন বাম ছাত্র সংগঠন গুলির সদস্য রা।
বাম ছাত্র সংগঠন গুলির তরফে মুহুর্মুহু স্লোগান উঠছে জওহর লাল নেহেরু ইউনিভার্সিটির ক্যাম্পাসের প্রতিটি কোনায়। লাল আবিরের ফোয়ারা উড়ছে সাথে জয়ী প্রার্থীদের সামনে রেখে স্লোগান... উই স্যালুট, রেড স্যালুট, রেড স্যালুট কমরেড। পোস্টারে পোস্টারে লেখা রয়েছে "হামারা জেএনইউ লাল হ্যয়" কোথাও বা "হামারা জেএনইউ লাল থা, লাল হ্যয় আউর লাল হি রেহেগা"


সম্পূর্ণ ফলাফল
জয়েন্ট সেক্রেটারিঃ বাম ছাত্র মোর্চার প্রার্থী অমুঠা জয়দীপ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিভিপি-র ভেঙ্কট চৌবে কে পরাজিত করেছেন ৭৫৭ ভোটে।
জেনারেল সেক্রেটারিঃ বাম ছাত্র মোর্চার প্রার্থী ইজাজ আহমেদ রেদার তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিভিপি-র গণেশ গুজার কে পরাজিত করেছেন ১১৯৩ ভোটে।
ভাইস প্রেসিডেন্টঃ বাম ছাত্র মোর্চার প্রার্থী সারিকা চৌধুরী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিভিপি-র গীতা শ্রী কে পরাজিত করেছেন ১৫৭৯ ভোটে।
প্রেসিডেন্টঃ এন সাই বালাজি ১১৭৯ ভোটে জয়ী হয়েছেন এবিভিপি-র প্রার্থী কে পরাস্ত্র করে। 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.