আই এস এল-এ এটিকে টিম।
নজরবন্দি ব্যুরোঃ শুরু
হচ্ছে ৫তম আই এস এল। আসুন দেখেনি কলকাতার দল এ টি কের এবারের দল।
এইবারের এটিকে টিমে নামি দামি খেলোয়াড়েরা হলো আন্দ্রে বিকে , দেবজিত্ মজুমদার ,লিন্ডো ,অঙ্কিত মুখার্জি ,অরিন্দম ভট্টাচার্য ,অর্ণব মন্ডল ,বলবন্ত সিংহ ,কেভিন লোবো ,জন জনসন ,সেনা রালতে , কালু উচে ,গেরসন ভিয়েরা ,জয়েস রানে ,হিতেশ শর্মা ,কোমল ঠাটাল ,মালসামজুয়ালা ,ম্যানুয়েল লংজারোতে , প্রণয় হালদার ,সেইক ফায়াজ ,রিকি প্রমুখ । এই দলের কোচ হলো স্টিভ কোপেল ।
