Header Ads

বিনামূল্যে আইফোন সারভিসিং দেবে অ্যাপল।

নজরবন্দি ব্যুরোঃ বিনামূল্যে আইফোন সারিয়ে দেওয়ার কথা ঘোষণা করল অ্যাপলগত বছর (২০১৭) সেপ্টেম্বর থেকে বছরের মার্চ পর্যন্ত বিক্রি হওয়া iPhone 8 গুলির "logic board" ছিল বেশ কিছু উত্পাদন জনিত ত্রুটি যার জন্য সেটগুলিতে দেখা দিচ্ছে রিস্টার্ট এবং ফোন অন হওয়া জনিত বেশ কিছু সমস্যা
iPhone 8 এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল "logic board" বিষয়টি নিয়ে আইফোন নির্মাণকর্তা একটি ট্যুইট করেন। তিনি লেখেন, 'ত্রুটিপূর্ণ হ্যান্ডসেটগুলির সঠিক সংখ্যা এখনও পর্যন্ত নির্ধারণ করা যায়নিএই সব আইফোন বিনামূল্যে সারিয়ে দেবে অ্যাপল২০১৭ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০১৮ সালের মার্চ মাস পর্যন্ত তৈরি আইফোন সারিয়ে দেওয়া হবে

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.