বিনামূল্যে আইফোন সারভিসিং দেবে অ্যাপল।
নজরবন্দি ব্যুরোঃ বিনামূল্যে আইফোন ৮ সারিয়ে দেওয়ার কথা ঘোষণা করল অ্যাপল।গত বছর (২০১৭) সেপ্টেম্বর থেকে বছরের মার্চ পর্যন্ত বিক্রি হওয়া
iPhone 8 গুলির "logic board" এ ছিল বেশ কিছু উত্পাদন জনিত ত্রুটি। যার জন্য সেটগুলিতে দেখা দিচ্ছে রিস্টার্ট এবং ফোন অন হওয়া জনিত বেশ কিছু সমস্যা।
iPhone 8 এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল "logic board"। বিষয়টি নিয়ে আইফোন নির্মাণকর্তা একটি ট্যুইট করেন। তিনি লেখেন, 'ত্রুটিপূর্ণ হ্যান্ডসেটগুলির সঠিক সংখ্যা এখনও পর্যন্ত নির্ধারণ করা যায়নি।এই সব আইফোন ৮ বিনামূল্যে সারিয়ে দেবে অ্যাপল।২০১৭ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০১৮ সালের মার্চ মাস পর্যন্ত তৈরি আইফোন ৮ সারিয়ে দেওয়া হবে।
iPhone 8 এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল "logic board"। বিষয়টি নিয়ে আইফোন নির্মাণকর্তা একটি ট্যুইট করেন। তিনি লেখেন, 'ত্রুটিপূর্ণ হ্যান্ডসেটগুলির সঠিক সংখ্যা এখনও পর্যন্ত নির্ধারণ করা যায়নি।এই সব আইফোন ৮ বিনামূল্যে সারিয়ে দেবে অ্যাপল।২০১৭ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০১৮ সালের মার্চ মাস পর্যন্ত তৈরি আইফোন ৮ সারিয়ে দেওয়া হবে।

No comments