Header Ads

প্রচণ্ড তুষারপাতে হিমাচল প্রদেশে আটকে পড়েছেন প্রায় ১,৫০০ পর্যটক।


নজরবন্দি ব্যুরোঃ প্রচণ্ড  তুষারপাতের জেরে হিমাচল প্রদেশে আটকে পড়েছেন প্রায় ,৫০০ পর্যটক বুধবার রাজ্যের লাহুল স্পিতি উপত্যকায় ব্যাপক তুষারপাতের ফলে আটকে পড়ে তারা পর্যটকদের সুরক্ষিত স্থানে নিয়ে আসার জন্য কাজ শুরু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে

কিছুদিন ধরেই বৃষ্টিতে বিপর্যস্ত ছিল কুলু, কিন্নাড়, চামবা, কাংগ্রা, বিলাসপুর, সিরামৌর, মন্ডি সিমলা। জলের তোড়ে ভেসে যায় একাধিক রাস্তা। টানা বৃষ্টিতে ইতিমধ্যেই ফুঁসতে শুরু করে হিমাচলের সমস্ত পাহাড়ি নদী। ফলে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। 

সঙ্গে একাধিক জায়গায় নামে ধস। একদিকে পাহাড়ি নদীর তাণ্ডব, অন্যদিকে ধসের জেরে হিমাচল প্রদেশের সাধারণ নগরজীবন ব্যাহত হয়েছিল তবে মঙ্গলবারের মধ্যে প্রায় ৩০০ জনকে উদ্ধার করে উদ্ধারকারী দল 


Theme images by lishenjun. Powered by Blogger.