Header Ads

বেআইনি জমি কাণ্ডে প্রতারণার মামলা দায়ের হল সোনিয়া গান্ধীর জামাই রবার্ট ভদেরার বিরুদ্ধে।


নজরবন্দি ব্যুরোঃ বেআইনিভাবে জমি কেনার অভিযোগ আগেই উঠেছিল রবার্ট ভদেরার সংস্থা স্কাই লাইট হসপিটালিটির বিরুদ্ধে এবার সোনিয়া গান্ধীর জামাই প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে আইনের ফাঁস আরও শক্ত করল গুরুগ্রাম পুলিশ
বেআইনিভাবে জমি কেনার অভিযোগে শনিবার গুরুগ্রামের খেরকি দৌউলা পুলিশ রবার্ট ভদেরার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করলো। রবার্ট ভদেরা ছাড়াও হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছে পুলিশ 

জানা গিয়েছে, দু'জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ১২০বি, ৪৬৭, ৪৭১ দুর্নীতি বিরোধী কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে যদিও কংগ্রেসের একাংশের দাবি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশপ্রণোদিতভাবে এই অভিযোগ করেছে পুলিশ 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.