আবার ডিএলএড পরীক্ষা নিয়ে বিতর্ক!
নজরবন্দি ব্যুরো: নদীয়ায় ডিএলএড পরীক্ষা নিয়ে বিতর্ক। অভিযোগ এই ডিএলএড পরীক্ষা দেওয়া সত্ত্বেও তিন হাজারের বেশি প্রাথমিক শিক্ষকের মার্কশিটে লেখা ‘অনুপস্থিত’। আর এরি জেরে বিক্ষোভ দেখায় পরীক্ষার্থীরা।
জানা গিয়েছে, ডিএলএড পরীক্ষায় পরীক্ষাকেন্দ্রে হাজির থাকা সত্ত্বেও নদীয়া জেলার তিন হাজারের বেশি প্রাথমিক শিক্ষকের প্রাপ্য মার্কশিটে লেখা অনুপস্থিত! মার্কশিটে লেখা রয়েছে এবি বা অ্যাবসেন্ট। এই অবাস্তব রেজাল্ট পেয়ে মাথায় হাত শিক্ষকদের। পরীক্ষাতে অকৃতকার্য শিক্ষকদের আজ শুক্রবারের মধ্যে ফের পরীক্ষার জন্য ফর্ম ফিল-আপ করতে হবে বলে নির্দেশিকাতে জানানো হয়েছে।
মার্কশিটে এবি পাওয়া শিক্ষকরা অকৃতকার্য নাকি সফল, তা বুঝতে পারছেন না তারা। কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং সংস্থার এই গাফিলতির প্রতিবাদে বৃহস্পতিবার কৃষ্ণনগরের জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অফিসের সামনে প্রাথমিক শিক্ষকরা বিক্ষোভ দেখান।
জানা গিয়েছে, ডিএলএড পরীক্ষায় পরীক্ষাকেন্দ্রে হাজির থাকা সত্ত্বেও নদীয়া জেলার তিন হাজারের বেশি প্রাথমিক শিক্ষকের প্রাপ্য মার্কশিটে লেখা অনুপস্থিত! মার্কশিটে লেখা রয়েছে এবি বা অ্যাবসেন্ট। এই অবাস্তব রেজাল্ট পেয়ে মাথায় হাত শিক্ষকদের। পরীক্ষাতে অকৃতকার্য শিক্ষকদের আজ শুক্রবারের মধ্যে ফের পরীক্ষার জন্য ফর্ম ফিল-আপ করতে হবে বলে নির্দেশিকাতে জানানো হয়েছে।
মার্কশিটে এবি পাওয়া শিক্ষকরা অকৃতকার্য নাকি সফল, তা বুঝতে পারছেন না তারা। কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং সংস্থার এই গাফিলতির প্রতিবাদে বৃহস্পতিবার কৃষ্ণনগরের জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অফিসের সামনে প্রাথমিক শিক্ষকরা বিক্ষোভ দেখান।

No comments